চান্দিনা

চান্দিনার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর-বাতাবাড়িয়া প্রায় দেড় কিলোমিটার সড়কের কাজে অনিয়মের অভিযোগ

চান্দিনার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর-বাতাবাড়িয়া প্রায় দেড় কিলোমিটার সড়কের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
ওই সড়কের কাজসহ আরো দুইটি সড়কের জন্য এলজিইডি থেকে প্রায় দুই কোটি টাকার বরাদ্দ পান উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এম এন্টারপ্রাইজ।
সরেজমিন ঘুরে দেখা যায়, নিম্নমানের ইট ও ইটের গুঁড়া, ব্রিকফিল্ডের রাবিস ফেলে সড়কের কাজ করা হয়েছে।
আর সে সড়কের কাজ তদারকি করেছেন চান্দিনা উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে কর্মরত এক ইলেকট্রিশিয়ান!!!
স্থানীয়রা সড়কের ওই নিম্নমানের কাজে বাধা দিলে কোহিনুর আক্তার নামে এক ঠিকাদার তাদেরকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের ইলেক্ট্রিশিয়ান অজয় দেবনাথও ওই সড়কের অনিয়মের সাথে জড়িত রয়েছেন বলে জানান স্থানীয়রা।

Close