অপরাধ

কচুয়ার সাচার বাজারে ভূঁইয়া এন্টারপ্রাইজে অভিনব কায়দায় চুরি

কচুয়ার সাচার বাজারে ভূঁইয়া এন্টারপ্রাইজে অভিনব কায়দায় চুরি

বিশেষ প্রতিনিধি:কচুয়া উপজেলার সাচার দক্ষিন বাজার সংলগ্ন মেসার্স ভ‚ঁইয়া এন্টার প্রাইজে অভিনব কায়দায় দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে অজ্ঞাত চোরের দল মো: মজুল ভূঁইয়ার মালিকানাধীন মের্সাস ভ‚ঁইয়া এন্টার প্রাইজের গদির পশ্চিমাংশের পিছনের টিন কৌশলে খুলে  অজ্ঞাত চোরের দল ব্যবসায়  প্রতিষ্ঠানে প্রবেশ করে ক্যাশবাক্স তালা ভেঙ্গে নগদ ১লক্ষ ৭৫ হাজার ৩শ টাকা ও দুটি ব্যাংকের চেকবই নিয়ে যায়। ভ‚ঁইয়া এন্টার প্রাইজের স্বত্ত¡াধিকারী মো: মজুল ভ‚ঁইয়া জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার কর্মচারীগণ গদি বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন বুধবার সকালে গদি খোলার পর ক্যাশবাক্স ভাঙ্গসহ চুরির দৃশ্য দেখতে পায়। এঘটনায় আশপাশের ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর পক্ষে কচুয়া থানায় সন্দেজভাজনদের আসামী করে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

কচুয়া : কচুয়ার সাচার ভ‚ঁইয়া এন্টার প্রাইজে চুরির দৃশ্য।

সূূত্র কচুয়ার প্্রতিদিন

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker