শিক্ষাঙ্গন

আগামীকাল হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরার মিটিং

আগামীকাল হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরার মিটিং

কাল বুধবার সকাল ১০টায় বাংলাদেশের সব চেয়ে বড় ঐতিহ্যবাহী  মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরার মিটিং অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকতে পারেন শুরার সদস্যগন। যোগ দিতে পারেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দাঃবাঃ, শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী দাঃবাঃ,  আল্লামা নুরুল ইসলাম জিহাদি ঢাকা, আল্লামা নোমান ফয়জী মেখল, আল্লামা আব্দুল কুদ্দুস দাঃবাঃ,  আল্লামা মুফতি নুর আহমদ দাঃবাঃ সহ শুরা সদস্য গন। হাটহাজারী বাসী তথা পুরো বাংলাদেশের নজর এখন হাটহাজারীর দিকে, সবাই আশা করছে এই শুরার তেমন কোন নতুন সিদ্ধান্ত নাও আসতে পারে।  সব কিছুই আগের অবস্থা বহাল থাকতে পারে। আবার কিছু পরিবর্তন হতেও পারে।  মানুষ শান্তি চাই। আমরা ও শান্তির পক্ষে। তবে শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী দাঃবাঃ মাদ্রাসার সহযোগী পরিচালক হিসেবে এমনিতেই শুরার সদস্য হওয়া সত্তেও শুরারর মিটিং দাওয়াত পেয়েছেন কিনা জানা যায়নি।  এত কিছুর পর শান্তি পুর্ন স্বাভাবিক পহ্নায় সব কিছু হবে বলে বিশ্বাস করেন সবাই।।   আল্লাহ পাক দেশ ও জাতির আমানত কে হেফাজত করুক

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker