আন্তর্জাতিক

এবার বাঁধ নির্মাণে বাধা নেপালের, হতভম্ব ভারত

এবার বাঁধ নির্মাণে বাধা নেপালের, হতভম্ব ভারত

অনলাইন ডেস্ক :-গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সীমান্ত সংঘর্ষের মধ্যেই ভারতের সাথে আরেক প্রতিবেশী রাষ্ট্র নেপালের উত্তেজনা দেখা দিয়েছে। এবার ভারতের বিহার সরকারকে সীমান্তে বাঁধ নির্মাণের কাজ চালিয়ে যাওয়া বাধা দিয়ে নেপাল ওই অঞ্চলের উপর তাদের দাবি জানিয়েছে।

 

নেপালের পার্লামেন্টে ভারত নিয়ন্ত্রিত ভূমিসহ দেশের নতুন রাজনৈতিক মানচিত্র অনুমোদনের দু’দিন পরই এ ঘটনার বহিঃপ্রকাশ। অনুমোদিত ওই নতুন মানচিত্রে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার অঞ্চলগুলোকে নেপালি ভূখণ্ডের অংশ হিসাবে দেখানো হয়েছে।

 

তবে ভারত বলছে, এটি ঐতিহাসিক প্রমাণ ও ঘটনাবলি সমর্থিত নয়। তাই নেপালের এই দাবি তারা প্রত্যাখ্যান করেছে। বিহারের সাথে নেপালের ৭২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।

 

ভারতের পানি সম্পদ বিভাগ (ডাব্লুআরডি) কর্তৃপক্ষ বিহারের পূর্ব চাম্পারান জেলার লাল বকেয় নদীর উপর বাঁধ নির্মাণে নেপালের বাধা দেয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। নেপালের দাবি করা অঞ্চলটি পূর্ব চম্পারান জেলা যা মতিহারি শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত।

 

সূত্র : গালফ নিউজ, নয়া দিগন্ত অনলাইন

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker