আন্তর্জাতিকচান্দিনা

চান্দিনা থানার হারং গ্রামের কৃতি সন্তান শাহীন আখতার এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড পেলেন

চান্দিনা থানার হারং গ্রামের কৃতি সন্তান শাহীন আখতার এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড পেলেন

তালাশ’ উপন্যাসের জন্য ‘এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড’ পেয়েছেন কথাসাহিত্যিক শাহীন আখতার।দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ‘এশিয়া লিটারেচার ফেস্টিভাল’র শেষ দিন এ পুরস্কার ঘোষণা করা হয়।মহামারি করোনাভাইরাসের কারণে এ সাহিত্য উৎসব এই বছর অফলাইন ও অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে এশিয়ার ২৯ জন লেখক অংশ নেন, যার মধ্যে ম্যান বুকার পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক হান কাংসহ কোরিয়ার ১৯ জন লেখক ছিলেন।

এ নিয়ে তৃতীয়বার অনুষ্ঠিত এশিয়া লিটারেচার ফেস্টিভালের অন্যতম আয়োজন হচ্ছে ‘এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড’ প্রদান। পুরস্কারটি দেওয়া হয় এশিয়ান লেখকদের, যারা দেশীয় ভাষায় লিখে থাকেন।

২০১৭ সাল থেকে চালু হওয়া এ পুরস্কারটি প্রথম পেয়েছেন মঙ্গোলিয়ার কবি মি. ইউরিয়ানখাই ডামডিনসুরেন, দ্বিতীয়বারের অর্জনকারী ভিয়েতনামের লেখক মি. বাউ নিন। এবার পেয়েছেন বাংলাদেশের লেখিকা শাহীন আখতার। এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড-এর অর্থমূল্য ১৭ হাজার ৫শত ইউএস ডলার।

শাহীন আখতার এর আগে ২০১৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। এছাড়াও কয়েকটি সম্মানজনক পুরস্কার পেয়েছেন তিনি।

২০০৪ সালে তালাশ উপন্যাসটি প্রকাশিত হয় মাওলা ব্রাদার্স থেকে। ২০১১ সালে ‘দ্য সার্চ’ নামে তালাশ-এর ইংরেজি অনুবাদ প্রকাশ করে দিল্লিস্থ প্রকাশনা হাউজ জুবান। তালাশ কোরিয়ান ভাষায় অনুবাদ করেছেন প্রফেসর সিং হি জন, বইটি কোরিয়া থেকে প্রকাশিত হয় ২০১৮ সালে।

শাহীন আখতার গল্প উপন্যাস লেখার পাশাপাশি কয়েকটি সাহিত্য সংকলন সম্পাদনা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন অর্থনীতিতে। তার জন্ম ১৯৬২ সালে, কুমিল্লার চান্দিনা থানার হারং গ্রামে।

সূত্র, সমকাল

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker