চান্দিনা

করোনা একটি নিছক রোগ, আক্রান্তকে বাজে ভাবে দেখার কোনো কারন নেই” এম এ বাতেন খাঁন।

আসছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী

“করোনা একটি নিছক রোগ, আক্রান্তকে বাজে ভাবে দেখার কোনো কারন নেই” এম এ বাতেন খাঁন। 

চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক সৎ নিষ্ঠাবান চান্দিনা উপজেলা প্রজন্মলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও ১৩ নং জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সিনিয়র  সহ সভাপতি আসছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এম এ বাতেন খাঁন তার ফেইসবুক আইডি থেকে সংগ্রহীত। 

 

যা পাঠকের সামনে তুলে ধরা হল,

 

মানবিক দৃষ্টি…… 

সেই শুরু থেকেই একটি জিনিস বিভিন্ন মিডিয়ার মাধ্যেমে প্রতিদিনই দেখছি, করোনা আক্রান্তদের নিয়ে বিভ্রান্তি। বিঁষফোরার মতো কখন যে বাংলাদেশের মানুষের মনে এই ধারনা চেপে বসেছে যে, আক্রান্ত ব্যক্তি অচ্ছুত। হয়তো স্পর্শ করা যাবে না। ঠিক আছে, বুঝলাম। কিন্তু আক্রান্ত কোনো বাড়িতে ঢিল ছোড়া? আপনিও ঢিল মেরেছেন কি? আপনারও কি কখনো মনে হয়েছে বিশাল অমার্জনীয় পাপ করেছে বলেই করোনা ধরেছে? না? তাহলে এরা কারা, যারা লাল পতাকা টানানো বাড়ীতে ঢিল মারে? এরা কারা যারা অত্যন্ত প্রিয়জনকে পারিবারিক কবরস্হানে দাফন করতে দিচ্ছে না। 

জরুরী ভিত্তিতে করোনা আক্রান্তদের প্রতি মানুষের মানসিকতা বদল করার স্যোসাল এবং মিডিয়া ক্যাম্পেইন দরকার। আজকে যে আক্রান্ত মানুষকে বাজে নজরে দেখছে কাল তারও হতে পারে। আজকে যে পরিবারের লোকজন মৃত মানুষটির মুখও দেখছে না, পারিবারিক কবরস্হানে যায়গা দিচ্ছে না সেই মুখটি তারও হতে পারে। 

কেনো কিভাবে কোন কারনে করোনা বাংলাদেশের মানুষের মনে এমন ধারনা তৈরী করলো? পত্রপত্রিকায় এতো নিউজ আসার পরও ফেসবুক সেলিব্রেটিদের কাউকে কিছু বলতে শুনিনি। 

প্রশাসন লাল পতাকা টানিয়ে দিচ্ছে যাতে আপনি কিছুটা সাবধানে থাকতে পারেন, ওই বাড়ীতে ঢিল মারার জন্য না। 

আলফা ডাঙ্গার কমিউনিটি ক্লিনিকের একজন যে পুরো এলাকায় বছরের পর বছর সেবা দিয়ে এসেছেন করোনা আক্রান্ত হবার জন্য সেই সেবা গ্রহনকারী মানুষ গুলাই তাকে হেয় করছে। 

আকিজ গ্রুপ যখন হাসপাতাল করতে গেলো তখনকার অবস্হা সবাই জানে। খিলগাওবাসী স্হানীয় কবর স্হান ব্যবহার করতে দেবে না বলে দাবী তুলেছিলো। অদ্ভূত এক সমাজে বাস করি আমরা। 

আমার খুব জানতে ইচ্ছা করে যদি এমন মানসিকতা নিয়েই আমরা থাকি তাহলে যেসব ভাগ্যবান করোনা জয় করে সুস্হ হচ্ছেন, তাদের কি সাধারন জীবনযাপন করতে দেবে এই জাতি? নাকি দূর থেকে আঙ্গুল তুলে বলবে ওই যে ওই যে করোনা রোগী। অফিস আদালতে তার টেবিলে কাজ থাকলে কি করবে? 

স্বাস্হ্য অধিদপ্তরও আক্রান্তদের নাম প্রকাশ করতে চায় না, কারন আক্রান্ত ব্যক্তি সামাজিক ভাবে হেয় হতে পারেন। আপনাদের নাম প্রকাশ করতে হবে না, কিন্তু হেয় হতে হবে বলে যদি আপনারা বলেন তাহলে যাতে হেয় হতে না হয় সেই ক্যাম্পেইটা ও করেন। খূব জরুরী। 

যারা লাইভ করছেন, করোনা নিয়ে যারা আমরা পোস্ট দিচ্ছি আসুন সবার কথায় লিখায় তুলে নিয়ে আসি …

“করোনা একটি নিছক রোগ, আক্রান্তকে বাজে ভাবে দেখার কোনো কারন নেই”। 

সবাই মিলেই মানবিক বাংলাদেশ গড়ি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker