অপরাধ

তনু, নুশরাতের সাথে যুক্ত হলো আরো একটি নাম হিরা মনি ।

“”বাংলাদেশে জন্মই ছিল হিরা মনির অপরাধ””তনু, নুশরাতের সাথে যুক্ত হলো আরো একটি নাম হিরা মনি ।

লক্ষ্মীপুরে ক্যান্সারে মৃত স্বামীর লাশ আনতে স্ত্রী গিয়েছিলেন ঢাকাতে। এদিকে বাড়িতে রেখে যাওয়া নবম শ্রেণীর কন্যা হিরা মণিকে দিনের আলোতে ধর্ষণ করে মেরে ফেলেছে মানুষ রুপি কিছু পশুর দল।

উক্ত ঘটনাটি ঘটেছে লক্ষীপুর সদর থানার। ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন #৮_নং_ওয়ার্ডের পশ্চিম গোপীনাথপুরে।।আজিম উদ্দিন পাটোয়ারী বাড়ির,, অসুস্থ #হারুন এর কিশোরি মেয়ে(হিরা মনি) নবম শ্রেণীর ছাত্রীকে,, আজ দুপুরে ধর্ষনের পর হত্যা করা হয়!”মেয়েটি পালের হাট পাবলিক হাইস্কুলের নবম শ্রেনির ছাত্রী”তার বাবা অসুস্থ ঢাকায় একটা হাসপাতালে তার মা সহকারে আছে। গতকাল মেয়েটি ১২ জুন শুক্রবার সকাল ১০.৩০ নাগাদ আনুমানিক নানার বাড়ি থেকে নিজ বাড়িতে আসে এবং আগামীকাল ঢাকায় যাওয়ার কথা, কিন্তুু বাড়িতে তাকে একা পেয়ে নর পিচাশের দল  তাকে ধর্ষন করে হত্যা।

#we_want_justice

#stands_for_Hira_Moni

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker