চান্দিনা

সুপ্রিয় চান্দিনাবাসী,প্রতিদিন মৃত্যুর মিছিল বেড়েই চলেছে।

সুপ্রিয় চান্দিনাবাসী,প্রতিদিন মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। সকল শ্রেণি-পেশার, ধনী-দরিদ্র কেও রেহাই পাচ্ছেনা।গতকাল পর্যন্ত চান্দিনাতেই ১৩৭ জন আক্রান্ত এবং মৃত্যুবরণকারী প্রায় ১২জন। আগামীকাল কি হবে, কেমন থাকবো, কেও তা জানিনা।।

এ মূহূর্তে, আমাদের সচেতনতা প্রয়োজন। সকলের বেঁচে থাকার জন্য স্বাস্থ্য বিধি আমাদের মানতেই হবে।।

 

** দয়া করে সামাজিক দূরত্ব নিশ্চিত করুন।

** জরুরি প্রয়োজনে মাস্ক বিহীন কোন ক্রমেই বাইরে যাবেন না।

** নিয়মিত ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন।

** রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কায়িক পরিশ্রম করুন।

 

মনে রাখবেন, জীবিকার আগে জীবন।।

মহান স্রষ্টা আমাদের সহায় হোন।।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker