চান্দিনা

বঙ্গবন্ধুর খুনির ভাইয়ের জানাযা ও দাফনের দ্বায়িত্বে ইউপি আওয়ামীলীগ সভাপতি হারুনুর রশীদ।

বঙ্গবন্ধুর খুনির ভাইয়ের জানাযা ও দাফনের দ্বায়িত্বে ইউপি আওয়ামীলীগ সভাপতি হারুনুর রশীদ।

 

নিউজ ডেক্সঃ

চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  বর্তমান নৌকার দলীয় চেয়ারম্যান এর নেতৃত্বে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনির ভাইয়ের জানাযা ও দাফন সম্পন্ন করার অভিযোগ উঠেছে এই নিয়ে চান্দিনা উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতারা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে। কেরনখাল আওয়ামিলীগ সভাপতির এমন কর্মকাণ্ডে হতবাক চান্দিনাবাসী সহ পুরা বাংলাদেশ।

 

(ফেইসবুক আইডি থেকে সংগ্রহীত)

 

( ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নৌকা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে। কি করে সম্ভব হলো বঙ্গবন্ধুর খুনি কর্নেল রসিদের ভাই মান্নান এর জানাজা দায়িত্ব নিয়ে সম্পন্ন করা।

ওনি হলেন কেরনখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ চেয়ারম্যান।

এই চেয়ারম্যান বঙ্গবন্ধু কে যদি।

বুকে ধারণ করতো তাহলে এ কাজ করতে পারতো না। সে দেখিয়ে দিল ওই সময় যারা ফ্রিডম পার্টি ছিল এখন আওয়ামী লীগে আসলেও তারা সময়মতো আবার চলে যাবে

মান্নান ৮৮ সনে এরশাদের এক ভোটের এম পি। এই মান্নান চান্দিনায় এনেছিল কর্নেল ফারক,রিসালদার মোসলেম,বজলুল হুদা,সহ জাতীর জনকের খুনিদের যারা ১৯৮৮সনে সারা চান্দিনায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

বঙ্গবন্ধুর খুনি কর্নেল রসিদের ভাই মান্নান)

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker