আন্তর্জাতিক
দুই লাখ রেসিডেন্স ভিসা ধারীদের আমিরাতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে

কর্তৃপক্ষ দুই লাখ রেসিডেন্স ভিসা ধারীদের আমিরাতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এবং ফেডারেল অথরিটি অফ আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ এর সহযোগিতায়। এর আগে ২৫ মার্চ থেকে ৮ জুনের মধ্যে ৩১ হাজার রেসিডেন্স ভিসা ধারীদেরকে ফেরার অনুমোদন দেয়া হয়। দ্বিতীয় ধাপে ফ্যামিলি গুলোকে আমিরাত প্রত্যাবর্তনে অগ্রাধিকার দেয়া হবে। রেসিডেন্স ভিসাধারীদের যারা আমিরাত ফিরবেন তাদেরকে smartservices.ica.gov.ae এই ওয়েবসাইটে তাদের নাম রেজিস্টার করতে হবে এবং পরে সেখান থেকে অনুমোদন পেলে ফ্লাইট টিকেট বুকিং করা যাবে।
কর্তৃপক্ষ বলেছেন সবাইকে দেশ থেকে ফেরার পর কোভিড-১৯ টেস্ট করা হবে এবং অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিন কিংবা হোম কোয়ারেন্টিনে এ থাকতে হবে। যারা হোম কোয়ারেন্টিনে থাকবেন তাদের নির্ধারিত ট্রাকিং অ্যাপ ডাউনলোড করতে হবে যাতে কর্তৃপক্ষ তাদের নিরাপত্তার নজরদারি রাখতে পারে।





