চান্দিনা

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার চান্দিনা উপজেলা সদর, বাড়েরা ও বদরপুর বাজারে অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২০ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ। চান্দিনা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।

 

গত ১৮ মে চান্দিনা উপজেলার ঔষধ, মুদি ও কাঁচা বাজার ছাড়া সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা নভেল করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। ওই দিনই ব্যাপক প্রচারের জন্য মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ জানান- ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছে। এতে ক্রেতা-বিক্রেতা সবাই করোনা সংক্রমনের ঝুঁকিতে রয়েছে। এতকরে সতর্ক করেও লাভ হচ্ছে না। অভিযান চলাকালে আজ ৭টি মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker