
কাতারে শপিংমলে চাকুরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে।

মোস্তফা কামালের চাচাতো ভাইকে কাতারে শপিংমলে চাকুরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে।
নিউজ ডেক্সঃ কুমিল্লা চান্দিনার ৯ নং মাইজখার ইউনিয়নের ফাঐ গ্রামের আজমত হাজী বাড়ির মোঃ ইয়াছিন আরাফাত তিনি কাতার প্রবাসী সে দীর্ঘদিন ধরে ভিসার ব্যাবসা করে আসছেন গত ৭ মাস আগে তিনি কাতারে শপিংমলের কাজ বলে জিরুআইস,নোয়াখালী,বরুড়া,আউরাল থেকে মোটা অংকের টাকা নিয়ে কাতারে নেন,কাতার নেওয়ার পরে ইয়াছিন আরাফাত তাদের কোন খোঁজ খবর নেননা এমনকি তাদের আকামা পর্যন্ত না করে দিয়ে ইয়াসিন আরাফাত বাংলাদেশে চলে আসে,জিরুআইস গ্রামের কাতারে যাওয়া মানুষটি কষ্ট যন্ত্রণা সইতে না পেরে সে দুইমাস পরে বাংলাদেশ চলে আসে কিন্তু অদ্যবতি দালাল ইয়াসিন আরাফাত তাদের টাকাটা না দেওয়ার অভিযোগ উঠেছে।
দেশের এই ক্লান্তি লগ্নে যখন সরকার এসব দালাল চক্র কে শাস্তি দিতে মরিয়া তখন কাতার প্রবাসী দালাল ইয়াছিন আরাফাত এমন কর্মকাণ্ডে হতবাক এলাকাবাসী,তাই দৃষ্টি আকর্ষণ করছি মাইজখার ইউনিয়নের সমাজ প্রতিনিধি ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও চান্দিনা উপজেলা অফিসার ইনচার্জ মহোদয়ের অনতিবিলম্বে দালাল ইয়াছিন আরাফাতের কাছ থেকে অর্থ আদায় করে ভুক্তভোগী মানুষ কে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করার বিনীতভাবে আহবান জানান।

বিনীতভাবে আহবানে
মোহাম্মদ মোস্তফা কামাল
জিরুআইস, চান্দিনা,কুমিল্লা
বর্তমানে কাতার প্রবাসী।





