জাতীয়

মদের বারে অভিযান; ৮১ জন সাজাপ্রাপ্ত।

নিউজ প্রতিনিধিঃচান্দিনার সময়।
অনুমোদনহীন মদ বিক্রিসহ নানা অভিযোগে রাজধানীর ভাটারা থানাধীন প্রগতি স্বরণীস্থ ডিম্পল রেষ্টুরেন্ট এন্ড বারে অভিযান চালিয়ে ৮১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি বলেন, ভাটারার ডিম্পল রেস্টুরেন্ট অ্যান্ড বারে অভিযান চালানো হয়।
এ সময় অনুমোদনহীন বিদেশি মদ বিক্রি করা হচ্ছিল। এ ছাড়া অনুমোদনের চেয়ে বেশি পরিমাণ দেশি মদ বিক্রি করছে বারটি। এসব অভিযোগে বারের মালিক ও ব্যবস্থাপকসহ ১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়। তাদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া লাইসেন্স ছাড়া অবৈধভাবে মদ খেতে আসা ৮১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker