চান্দিনাশিক্ষাঙ্গন

চান্দিনার ১২নং বরকরই ইউনিয়নের এ যাবৎকালের সফল চেয়্যারম্যান সাইফুল ইসলাম(শিপন)মজুমদার।

চান্দিনার ১২নং বরকরই ইউনিয়নের এ যাবৎকালের সফল চেয়্যারম্যান সাইফুল ইসলাম(শিপন)মজুমদার।

স্থানীয় প্রতিনিধিঃ রাশেদ খাঁন।

চান্দিনার ১২নং বরকরই ইউনিয়নের বর্তমান সফল চেয়ারম্যান সৎ নিষ্ঠাবান,বিশিষ্ট সমাজ সেবক,জনগনের প্রিয় ব্যাক্তিত্ব,গরীব দুঃখীর শেষ আশ্রয়স্থল নামে পরিচিত,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,চান্দিনা উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক জনাব সাইফুল ইসলাম(শিপন)মজুমদার একান্ত সাক্ষাৎকারে বলেন

,আমি জনগনের দুঃখে সুখে সব সময় আছি এবং সর্বদা ইনশাআল্লাহ নিয়োজিত থাকবো,আমি বরকরই ইউনিয়নের যত গুলো মসজিদ, মাদ্রাসা,এতিমখানি,খানকা,দরবার শরীফ সহ সকল মন্দিরে শতভাগ সোলার বিদুৎ আওতায় নিয়ে এসেছি এবং বরকরই ইউনিয়নের যতগুলো স্কুল কলেজ ও মাদ্রাসা আছে প্রত্যেক বছরে যে সমস্ত ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে এবং যাহারা টাকার অভাবে পড়াশুনা করতে পারছেনা এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা দুর থেকে এসে পড়াশুনা করেন এই তিন ক্যাটাগরীর ছাত্রছাত্রীদের টিপিন বক্স,বই খাতা কলম ব্যাগ সহ আর্থিক সহায়তা করে আসছি প্রতিনিয়ত

কারণ হিসাবে তিনি বলে এসবের ফলে ছাত্রছাত্রীরা লেখাপড়ায় মনোযোগী হবেন।

 

মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং,চাদাবাঁজি,বরকরই ইউনিয়নে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে,সাইফুল ইসলাম শিপন চেয়ারম্যান বলেন,এই পর্যন্ত বরকরই ইউনিয়নে মাদক বিক্রি ও সেবনের দ্বায়ে ১৮ জনকে আইনের আওতায় দেওয়া হয়েছে এখনও আমার নেতৃত্বে ও স্থানীয় পুলিশ প্রশাসন কে নিয়ে প্রতিদিন অভিযান অব্যাহত আছে। আমি আপনাদের মাধ্যেমে বলতে চায় বরকরই ইউনিয়নের সকল মাদকের গডফাদার ও সেবনকারীরা হয় মাদক ছাড়ো,না হয় অতিদ্রুত বরকরইন ইউনিয়ন ছাড়ো।

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker