চান্দিনা
লকডাউন! সীমিত গাড়ি চলাচল তবুও প্রান ঝরে পথিকের!

লকডাউন! সীমিত গাড়ি চলাচল তবুও প্রান ঝরে পথিকের!
জাকির হোসেন।কুমিল্লায় চান্দিনা ও বুড়িচং সীমান্তবর্তী সাদাত জুট মিল সংলগ্ন এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ শ্রমিক ও আহত ১ দোকান কর্মচারী।
১০ এপ্রিল (শুক্রবার) সকাল সোয়া ৭ টায় একটি থামানো ট্রাককে পিছন থেকে কুমিল্লাগামী রসুন বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকটি রাস্তার পার্শ্বের চা দোকানে ঢুকে পরে। এতে পথচারী সাদাত জুট মিলের শ্রমিক আবুল কাশেম(৩৫) ঘটনাস্থলে প্রান হারায়। দোকানে অবস্থানরত কর্মচারী জাহিদ হোসেন (১৭)
আবুল কাশেমের লাশ আমতলী পুলিশের হেফাজতে রয়েছে।
কুমিল্লা আমতলী হাইওয়ে পুলিশের এস আই বাবুল ঘটনাস্থল থেকে এর সত্যতা নিশ্চিত করেন।





