আন্তর্জাতিক
ভারতে তাবলিগ জামাতের ২৫৫০ সদস্য ১০ বছর নিষিদ্ধ

ভারতে তাবলিগ জামাতের ২৫৫০ সদস্য ১০ বছর নিষিদ্ধ
এম ডেস্কঃ লকডাউনের ভেতরেও ধর্মীয় সমাবেশ করায় ১০ বছরের জন্য তাবলিগ জামাতের ২ হাজার ৫৫০ বিদেশি সদস্যকে নিষিদ্ধ-তালিকাভুক্ত করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদন থেকে জানা গেছে, ১ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে তাবলিগ জামাতের একটি ধর্মীয় সমাবেশ শুরু হয়। করোনা সংক্রমণ ঠেকাতে ২৪ মার্চ ভারতজুড়ে লকডাউন শুরুর সময়ও সেখানে বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার মানুষের অবস্থান ছিল।
পরবর্তীতে মারকাজ নিজামুদ্দিনে অবস্থানকারীদের অনেকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর মাওলানা সা’দসহ তাবলিগ নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা হয়।
বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি নির্দেশ উপেক্ষা করে মাওলানা সাদের নেতৃত্বে তাবলিগ জামাতের ধর্মীয় জমায়েতে যোগ দেয়ার জেরেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
মাওলানা সাদ তার ছেলেসহ অনেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
সূত্র এমটিভি অনলাইন





