চান্দিনা
চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আলী কুটু মিয়া’র ইন্তেকাল

চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আলী কুটু মিয়া’র ইন্তেকাল
।। মো. আবদুল বাতেন।।
চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আহমেদ আলী কুটু মিয়া (৭৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ….. রাজিউন)। মঙ্গলবার ভোর ৩টায় চান্দিনা উপজেলা সদরের মহারং হাসান-হোসেন বাড়িতে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (২ জুন) বেলা ১১ টায় নিজবাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।
জীবদ্দশায় তিনি দীর্ঘদিন চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আমৃত্যু তিনি চান্দিনা পূর্ব বাজারের বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।





