জাতীয়

করোনা যুদ্ধে আ‌ত্মোৎসর্গ করলেন পুলিশের আরও একজন সদস্য

করোনা যুদ্ধে আ‌ত্মোৎসর্গ করলেন পুলিশের আরও একজন সদস্য

 

অত্যন্ত দুঃখিত ও শোকাহত মনে জানাচ্ছি চলমান করোনা যুদ্ধে জীবন দিলেন বাংলাদেশ পুলিশে কর্মরত আরো একজন সদস্য।

 

জনগণের নিরাপত্তা নিশ্চিতকারী বাংলাদেশ পুলিশের এ সহযোদ্ধা হলেন শ্রী নিরোদ চন্দ্র মন্ডল (৫২)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন।

 

করোনা পজেটিভ হওয়ায় তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। সোমবার দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

চলমান করোনা যুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ১৬ জন দেশপ্রেমিক ও অকুতোভয় সদস্য আ‌ত্মোৎসর্গ করলেন।

 

তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

 

আমরা এই বীর সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং  তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

 

সংবাদসূত্রঃ ডিএমপি নিউজ

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker