আন্তর্জাতিক

ইমরানের ঘরে সুখবর

দেশ চালানোর টাকা নেই। তাই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নানা পদক্ষেপ নিচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী একসময়কার ক্রিকেট তারকা ইমরান খান।দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক চমক দেখাচ্ছেন তিনি। দেশবাসীকে নানাভাবে উদ্বেলিত করলেও এবার নিজের ঘরেই বইছে আনন্দের বন্যা।   আবারও বাবা হতে চলেছেন পাকিস্তানের নতুন এ প্রধানমন্ত্রী। তৃতীয় স্ত্রী বুশরা মানেকার কোলে তাদের সন্তান আসছে বলে ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।জানা গেছে, আপাতত সন্তান হওয়ার খবর গোপনেই রাখতে চাইছেন ওই দম্পতি। সঠিক সময়েই খবরটি ঘোষণা করবেন তারা।পাকিস্তানের উর্দু সংবাদপত্র ‘ডেইলি উম্মত’ প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠ সূত্রের কথা উল্লেখ করে লিখেছে, বুশরা মানেকা ইমরানের সঙ্গে তার সন্তান চেয়েছিলেন। আল্লাহ তাদের ইচ্ছা পূরণ করেছেন। খবরটি সত্যি হলে জন্ম নিতে চলেছে ইমরানের তৃতীয় সন্তান। ইমরানের অন্য দুই সন্তান হলেন সলমন ও কাশিম।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker