অপরাধ

পুলিশের অভিযানে ৮,২৯০ (আট হাজার দুইশত নব্বই) পিস ইয়াবাসহ গ্রেফতার ০১

বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৮,২৯০ (আট হাজার দুইশত নব্বই) পিস ইয়াবাসহ গ্রেফতার ০১

——

বাঁশখালী থানার মামলা নং-১১, তারিখ-০৭/০৭/২০২০খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিলের ১০(খ) মূলে এসআই(নিঃ) মোঃ আকতার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ০৭/০৭/২০২০খ্রিঃ সন্ধ্যা ০৬.১০ টায় বাঁশখালী থানাধীন পুঁইছড়ি নতুন পাড়া ফুটখালী ব্রীজ এলাকায় পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ৮,২৯০ (আট হাজার দুইশত নব্বই) পিস ইয়াবাসহ আসামী মিতু আক্তার প্রঃ মনি (২১), স্বামী-আক্তার মিয়া, সাং-মইয়া দিয়া, ০৩নং ওয়ার্ড, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Close