
জরুরী দৃষ্টি আকর্ষণ করছি চান্দিনা উপজেলার সম্মানিত নিবাহী অফিসার মহোদের চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের ৫ নং ৬ নং ওয়ার্ডে করোনা পজিটিভ হওয়ায় অতি দ্রুত এই সমস্ত ওয়ার্ড কে লকডাউন অতীব জরুরি।
উত্তর জোয়াগ বাজারে এশিয়া ব্যাংকের কর্মকর্তা মোঃ হাবিব করোনায় আক্রান্ত এশিয়া ব্যাংকের কর্মরত ব্যাক্তি ও যাহারা এশিয়া ব্যাংকে লেনদেন করিয়াছে অনতিবিলম্বে তাদের টেস্ট করা ধরকার এবং উত্তর জোয়াগ বাজার এর ৬ নং ওয়ার্ড সম্পর্ণ লকডাউনের আওতায় আনার জন্য দৃষ্টি আকর্ষণ করছি এবং ইউনিয়ন পরিষদ কর্মকর্তা মোঃ আইয়ুব করোনা পজিটিভ তাই নোয়াগাঁও ও ইউনিয়ন পরিষদ সকল কর্মকর্তাদের জরুরি ভাবে টেস্ট করা প্রয়জন এবং ৫ নং ওয়ার্ড কে লকডাউনের আওতায় আনার বিনীতভাবে আহবান করছি।
বিনীত
ওমর ফারুক
ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক, চান্দিনা সময়।





