কুমিল্লা সদরজাতীয়জেলার খবর

৪/৫ জনের দরকার প্লিজ কেউ থাকলে এগিয়ে আসুন। হিন্দু- মুসলিম কোন বাধা নেই দরকার শুধু মানবতা ও সাহসের।

নোয়াখালী সদর উপজেলার ১১ নং নেয়াজপুর ইউনিয়নের উত্তরে দাস পাড়া, কোনার বাড়ির প্রমোদ মজুমদার নামে এক হিন্দু ভাই করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে পড়ে আছে রাস্তায়। উনি চৌমুহনীতে প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হিসাবে চাকুরি করতেন।গত তিন দিন অাগে জ্বর নিয়ে উনি বাড়িতে এসেছিলেন।

 

ইতিমধ্যে উনার করোনা আক্রান্ত তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়েছে কিন্তু এখনো রিপোর্ট আসেনি। করোনা ভাইরাসে আক্রান্ত মনে করে কেউ সাহস করে উনাকে সৎকার করার জন্য এগিয়ে আসতেছে না। সৎকার করার আমরা একজন কে পেয়েছি কিন্তু সাথে আরো ৪/৫ জনের দরকার প্লিজ কেউ থাকলে এগিয়ে আসুন। হিন্দু- মুসলিম কোন বাধা নেই দরকার শুধু মানবতা ও সাহসের।

 

আমাদের সাথে যোগাযোগ এর বিস্তারিতঃ

মোবাইলঃ 01813071771

 

ছবির কার্টেসিঃ মোঃ আজম খান

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker