শিক্ষাঙ্গন

চান্দিনায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবী উত্থাপন হোক

আনিসুর রহমান, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

চান্দিনায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবী উত্থাপন হোক

 

আমাদের প্রিয় চান্দিনায় সম্মানিত শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, এম.পি. ও সম্মানিত শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এম.পি. এর আগমনকে স্বাগত জানিয়ে চান্দিনার গণমানুষের বহুল প্রত্যাশিত চাওয়া চান্দিনাতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্যে জোর দাবী উত্থাপন করার অনুরোধ জানাচ্ছি। চান্দিনার গণমানুষের নেতা ডাঃ প্রাণ গোপালের নেতৃত্বে চান্দিনায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার দাবীতে কার্যকরী ভূমিকায় রুপান্তর করবে, এটাই প্রত্যাশা করছি।

 

আমরা বিশ্বাস করি, উনাদের আগমনে চান্দিনার সর্বস্তরের শিক্ষা কার্যক্রম তথা শিক্ষা-অবকাঠামোর উন্নয়ন ও মানসম্পন্ন শিক্ষার সুন্দর পরিবেশ সুনিশ্চিত করে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের শিক্ষা কার্যক্রমে গতি আসবে। শিক্ষার আলোয় আলোকিত হোক আমাদের প্রিয় চান্দিনা, এটাই আমাদের প্রত্যাশা।

 

অনুরোধেঃ

 

আনিসুর রহমান,

সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker