
চান্দিনার ৭ শত ৮১ টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ কার্যক্রম শুরু
চান্দিনার ৭ শত ৮১ টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১মে) চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে ওই কার্যক্রম উদ্বোধন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ।
এই কার্যক্রম এর মাধ্যমে উপজেলার ৭ শত ৮১ টি মসজিদে মোট ৩৯ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হবে। প্রতিটি মসজিদে পাচ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকা ইসলামিক ফাউন্ডেশনের তালিকাভুক্ত মসজিদগুলোতে পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানাগেছে।
বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ জানান, পবিত্র ঈদুল ফিতরের আগেই মসজিদগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান পৌঁছে দেওয়ার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা এই কার্যক্রমে আমাদের সহায়তা করছেন।





