চান্দিনা
চান্দিনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিত করণ কোর্স ৩য় ব্যাচ উদ্বোধন

নিউজ প্রতিনিধিঃহোসাইন আহমেদ।
জাতীয় স্থানীয় সরকার ইন্সিটিটিউট ( এন আই এলজি) আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩০ জুলাই (সোমবার) ৩ দিনব্যাপী চান্দিনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগনের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিত করণ কোস( ৩য় ব্যাচ) উদ্বােধন। উপজেলা নিবাহী অফিসার এস এম জাকারিয়া সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মু্ক্তি যোদ্বা তপন বকসী। । এসময় উপজেলা সহকারী কমিসনার (ভুমি) তুষার অাহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম,মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো সেলিম প্রধান, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো জসিম উদ্দিন,বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো অাবুল হাসেম উপস্থিত ছিলেন। উক্ত অবহিত করন কোসে বরকইট, মাইজখার, গল্লাই, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার, মহিলা মেম্বার সহ ৫১ জন অংশগ্রহণ করেন।





