চান্দিনালাইফস্টাইল
ওনি হলেন ১১ নং দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদের সু-নামধন্য ব্যক্তি জনাব অালহাজ্ব মোঃ সাহাব উদ্দিন মাষ্টার চেয়ারম্যান

ওনি হলেন ১১ নং দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদের সু-নামধন্য ব্যক্তি জনাব অালহাজ্ব মোঃ সাহাব উদ্দিন মাষ্টার চেয়ারম্যান সাহেব।
জীবনের শুরুটা সময় দিয়েছেন মানুষ গড়ার লক্ষে এবং মানুষ গড়ার কারিগরও ছিনেন তিনি।
এবং উচ্চবিত্ত, মধ্যবিত্ত, অসহায় পরিবারের, এমন হাজার হাজার সন্তানদের কে সু-শিক্ষায় শিক্ষা দিয়ে শিক্ষত করে গড়ে তুলছেন।
এই মহান মানুষটা সেখান থেকেই সাধারণ মানুষের পাশে থেকে, তাদের দুঃখ কষ্টের কথা বুঝতে পেরেছেন।
সেই মহান মানুষটাই হচ্চেন সু-নামধন্য ব্যক্তি অামাদের সকলের কাছে একজন প্রিয় মানুষ, জনাব অালহাজ্ব মোঃ সাহাব উদ্দিন মাষ্টার চেয়ারম্যান সাহেব।
বর্তমান দেশের করোনা পরিস্থিতি মোকাবেলা করার লক্ষে, অসহায় হতদারিদ্র মানুষের পাশে থেকে সঠিক বন্টণ বুঝিয়ে দিতে, দিন, রাত নিষ্টার সাথে এবং নির্রালস ভাবে তাহার ভূমিকা পালন করে যাচ্ছেন,যাতে করে একটি হতদারিদ্র ও অসহায় পরিবার বাদ না পরার লক্ষে।
চান্দিনা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা যদি মাষ্টার সাবের মতো করে সাধারণ মানুষের পাশে এসে দারাতেন, তাহলে প্রতিটা ইউনিয়ন এর অসহায় হতদরিদ্র পরিবারের মানুষ গুলার মধ্যে কোন দুঃখ কষ্ট থাকতো না বলে অামি মনে করছি।
যাই হোক অাশাকরি চান্দিনা উপজেলার ইউনিয়ন এর জনপ্রতিনিধিরা মাষ্টার সাহেবকে প্রলো করে সাধারণ মানুষের পাশে থেকে কিছু দেওয়ার জন্য চেস্টা করতে পারেন।
অাপনারা যে সকল প্রতিনিধিরা পিছিয়ে অাছেন নিজের সাত্বের কথা ভেবে, কি করবেন সাত্ব খোজে মরেই তো যাবেন, কি করবেন এতো কিছু করে, এখনি কিছু করার সুযোগ পেয়েছেন অাখেঁ রাতের জন্য।
ধন্যবাদ জণ-সাধারণ মানুষের মাননীয় চেয়ারম্যান সাহেব।
ফেইসবুক থেকে সংগ্রহীত,,,,





