চান্দিনা
মাধাইয়া ৫ নং ওয়ার্ডের মানুষ পরিত্রান চায়, দ্রুত সড়কটি সংস্কার করা হউক,
মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, এ কে এম ফয়সাল আজাদ

মাধাইয়া ৩,৫ নং ওয়ার্ডের মানুষ পরিত্রান চায়, দ্রুত সড়কটি সংস্কার করা হউক, এ কে এম ফয়সাল আজাদ
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি

কুমিল্লা চান্দিনার ৩নং মাধাইয়া ইউনিয়নের তরুন রাজনৈতিক নেতৃত্বদানকারী যুব সমাজের অহংকার,মাধাইয়া ইউনিয়নের যুবদের রত্ন,৩ নং মাধাইয়া ইউনিয়ন জনগণের সেবা করতে রাজনীতিতে আশার আলো দেখছে মাধাইয়াবাসী, জনাব এ কে এম ফয়সাল আজাদ মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হবে জনগন শুনে মাধাইয়াবাসী অধির আগ্রহে প্রহর গুনছেন,তিনি আর কেহ নন,অতি পরিচিত মুখ চান্দিনা উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ -সভাপতি এ কে এম আলাউদ্দিন আল আজাদ মমতাজ সাহেবের মত একজন ক্লিন ইমেজের সুযোগ্য সন্তান,চান্দিনার জাতীয় নেতা সাবেক ডেফুটি স্পিকার চান্দিনা উপজেলা উন্নয়নের কারিগর জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব মুনতাকিম আশরাফ টিটুর আস্থাভাজন হিসেবে খ্যাত,রেমিট্যান্স যোদ্ধা, ফ্রান্স প্রবাসী, সৎ নিষ্ঠাবান বিশিষ্ট সমাজসেবক জনাব এ কে এম ফয়সাল আজাদ তার ভেরিফাই করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক আইডিতে ৩ নং ওয়ার্ডের সড়কের অবস্থার তুলে ধরেন আমরা তা পাঠকের কাছে হুবহুব তুলে ধরলাম

( ফয়সাল আজাদ এই ফেইসবুক আইডি থেকে সংগ্রহীত সূত্র )

💟এখন কারোর সামনে আমাদের মাধাইয়া বাজার বলা যায় না. লজ্জায় মাথা নত হয়ে যায়.এই সব দেখবে কে..??.বাজার কমিটি না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইটা জানতে চাইনা.শুধু চাই বাজারের রাস্তা ঘাট গুলো ঠিক করেন…বাজারের পরিবেশ সুন্দর করেন…….না হলে কয়েক বছরের মধ্যেই মাধাইয়া বাজার বিলুপ্ত হয়ে যাবে…

এ কে এম ফয়সাল আজাদ চান্দিনার গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর মাননীয় এমপি মহোদয় সহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন অনতিবিলম্বে দ্রুত রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করার,





