চান্দিনা

চান্দিনায় ডুমুরিয়ায় সড়কে রাত দুপুরে ডাকাতি; আহত ৩; অর্ধলক্ষাধিক টাকা ও ১০টি মোবাইল লুট

চান্দিনায় ডুমুরিয়ায় সড়কে রাত দুপুরে ডাকাতি;

আহত ৩; অর্ধলক্ষাধিক টাকা ও ১০টি মোবাইল লুট

 

হোসাইন আহমেদ

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

চান্দিনার ডুমুরিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়েছে সশস্ত্র ডাকাত দল। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে গুরুতর আহত ৩ জন সহ মোট ১০ জন আহত হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ৯ টা পর্যন্ত ১ ঘন্টা ব্যাপী চান্দিনা-বদরপুর সড়কের ডুমুরিয়া ব্রিজ এলাকায় চান্দিনা ও বদরপুর থেকে ছেড়ে আসা ৮টি সিএনজি ও অন্যান্য যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে। এসময় যাত্রী ও চালকদের কাছ থেকে নগদ ৬৩ হাজার ৩ শত ৭০ টাকা ও ১০ টি মোবাইল ছিনিয়ে নেয়। তাছাড়া একটি সিএনজি ভাংচুর করে ডাকাতদল।

সিএনজি চালক মো. আকতার ও পিকআপ এর চালক মো. জাহাঙ্গীর আলম জানান, ১০/১৫ জনের একদল সশস্ত্র ডাকাত তিনভাগে বিভক্ত হয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে একঘণ্টা ব্যাপী লুটপাট চালায়। এ সময় ডাকাতদের মারপিট ও ছুরিকাঘাতে মো. শিপন (২০), আশেক এলাহি (১৯) ও বোরহান (১৮) গুরুতর আহত সহ মোট ১০ আহত হন। আহতরা জানান, ডাকাতদল তাদেরকে ছুরি, রাম দা, হকিস্টিক দিয়ে তাদেরকে আঘাত করেন ডাকাতদল।

 

ডাকাতকবলিত যাত্রী ও চালকদের সাথে সরাসরি কথা বলে জানা যায়, এর মধ্য চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজানী গ্রামের আবুল বাশারের ছেলে মো.শিপন (২০)। তার কাছ থেকে নগদ ২ হাজার ও ১টি মোবাইল সেট নিয়ে যায়। একই গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে মো. বোরহান (১৮) এর কাছ থেকে নগদ ১ হাজার ৫ শত টাকা ও ১টি মোবাইল সেট ও তার ভাই আশিক এলাহির (১৯) কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা ও মোবাইল সেট, চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের টাটেরা গ্রামের মৃত আজিজুর রহমান এর ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৫) এর কাছ থেকে নগদ ২৫ হাজার ৭শত টাকা ও ১টি মোবাইল সেট, মহারং গ্রামের আবদুর রশিদ এর ছেলে মো. জাহাঙ্গীর আলম এর কাছ থেকে ৫ হাজার টাকা ও ১ টি মোবাইল সেট, বদরপুর গ্রামের দীপক এর কাছ থেকে ৩ হাজার ২০০ ও মোবাইল সেট, শালুচর গ্রামের মো. মজিব এর কাছ নগদ ৪ হাজার টাকা ও মোবাইল সেট, মাইজখার গ্রামের মো. সোহেল এর কাছ থেকে ১ হাজার ২৭০ টাকা ও মোবাইল সেট, দোবারিয়া গ্রামের আবদুর রহিম ব্যাপারির ছেলে আমির হোসেন এর কাছ থেকে ১ হাজার টাকা ও মোবাইল সেট, রামচন্দ্রপুর গ্রামের জয়ন্ত এর কাছ থেকে  কাছ থেকে নগদ ১ হাজার ও একটি মোবাইলসেট সহ মোট ৬৩ হাজার ৬৩ হাজার ৩৭০ টাকা ও ১০ টি মোবাইল সেট হাতিয়ে নিয়েছে।

 

ভোক্তভোগীরা অভিযোগ করেন- আগে ওই সড়কে সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত পুলিশের টহল থাকতো। কিন্তু এখন পুলিশ না থাকায় প্রায় রাতেই ডাকাতির ঘটনা ঘটে।

 

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মোঃ আবুল ফয়সাল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। ভুক্তভোগীদের কয়েকজনের কাছ থেকে পুলিশ তথ্য নিয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker