জেলার খবর

সরকার নির্ধা‌রিত দ‌রের বেশি দামে আলু বিক্রি করায় ৪ আড়তের অর্থদন্ড

ফেনীতে সরকার নির্ধা‌রিত দ‌রের বেশি দামে আলু বিক্রি করায় ৪ আড়তের অর্থদন্ড
নিজস্ব প্রতিনিধি:
সরকার দাম নির্ধারণ করার পরও বেশি দামে আলু বিক্রি করায় ফেনীতে ৪ আড়তদারের ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন। সোহেল চাকমা জানান, বাজারে আলুর দাম তদারকিতে আজ ফেনী শহরের ইসলামপুরে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় আলুর পাইকারী দরে প্রতিকেজিতে সরকার নির্ধারিত ২৫ টাকার স্থলে ৪০-৪২ টাকায় আলু বিক্রি করছে ব্যবসায়ীরা। তাই বেশি দামে আলু বিক্রি করায় সাহাব উদ্দিন ট্রেডার্স ,আহমেদ ট্রেডার্স, এস বি ট্রেডার্স ও মেসার্স ইব্রাহিম ট্রেডার্সের প্রত্যেকের ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে তিনি জানান। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন</p>

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker