জাতীয়
সেই সন্দেহভাজন রকি বড়ুয়া পিস্তল এবং রক্ষিতাসহ আটক

সেই সন্দেহভাজন রকি বড়ুয়া পিস্তল এবং রক্ষিতাসহ আটক
অবশেষে বিদেশী পিস্তল ও রক্ষিতা এবং আরও অনেক আলামতসহ যুদ্ধাপরাধের দায়ে দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র ও জামাতের তারিক মনোয়ার মাওলানার সাথে বৈঠক করা বিতর্কিত সেই রকি বড়ুয়াকে গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার সেহেরির সময় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন একটি বাড়ি থেকে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। এসময় রকি বড়ুয়ার সাথে আরও তার চার সহযোগীকেও গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক নেতা, মন্ত্রী-এমপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে তার অসংখ্য ছবি, তাদের সিল, প্যাড এবং সাঈদীপুত্র মাসুদ সাঈদী, বিতর্কিত বক্তা তারিক মনোয়ার ছাড়াও হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরীর সাথে রুদ্ধদ্বার বৈঠকের অনেক ছবি।





