
একে তো বৈশাখের কাঠফাটা রোদ। এরই মধ্যে পিপিই পড়ে রাস্তায় ডিউটি। একটানা দীর্ঘক্ষণ ডিউটিতে কর্মক্লান্ত এক পুলিশ সদস্যের নিজ বাহু আবডালে মুখ লুকিয়ে খানিকটা প্রশান্তি খোঁজার চেষ্টা। এ যেন চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের নিরলস পরিশ্রমেরই এক প্রতিচ্ছবি!
জাতীয় প্রেসক্লাবের টেনিস কোর্ট থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান।





