অর্থনীতিজাতীয়

লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ায় রাজধানীতে স্রোতের মতো ঢুকছে মানুষ।

শপিংমল খুলেছে, কমেছে কড়াকড়ি, বেড়েছে যান চলাচল।

শপিংমল খুলে দেয়াসহ লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ায় রাজধানীতে স্রোতের মতো ঢুকছে মানুষ। এছাড়া সড়কে যান চলাচল বেড়েছে কয়েকগুন। গণপরিবহণ বন্ধ থাকলেও, একই সড়কে রিকশাসহ বিভিন্ন গতির যান বাহন চলাচলে বেড়েছে দুর্ঘটনার আশংকা। বাজারগুলোতেও নেই সামাজিক দূরত্ব মানার বালাই।

খুলেছে শপিংমল ও মার্কেট, শিথিল হয়েছে কড়াকড়ি। ঢাকায় ঢুকছে মানুষ। কেনাকাটার জন্য ঘর থেকে বের হচ্ছে মানুষ। সব মিলিয়ে রাজধানী আবার ফিরছে তার চেনা রূপে।সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন। যান চলাচল বেড়ে যাওয়ায় বেশিরভাগ সিগনালে এখন অপেক্ষাও করতে হচ্ছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতাও নেই।

এদিকে, একই সড়কে ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন গতির যানবাহন চলাচলে বেড়েছে দুর্ঘটনার আশংকা।

রাজধানীর অন্যতম প্রবেশমুখ আব্দুল্লাহপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সেনাবাহিনীর তৎপরতা দেখা গেলেও, তাতে মিলছে না কোনও ফল। রাজধানীর বাজারগুলোতেও ক্রেতা-বিক্রেতা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি।

সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধ চলাচল অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঝুঁকিও বেড়ে যেতে পারে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker