চান্দিনা

১৩কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে চান্দিনা থানা

#করোনা_যুদ্ধের_সাথে_চলছে_মাদকের_বিরুদ্ধে_অভিযান_১৩_কেজি_গাঁজাসহ_০৩_জন_মাদক_ব্যবসায়ী_গ্রেফতার।

কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতার অংশ হিসেবে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় চান্দিনা থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে

এস আই (নিঃ) নোমান,এএসআই (নিঃ) মোস্তফা কামাল ও সঙ্গীয় ফোর্সসহ থানাধীন ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের গোবিন্দপুর এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী
১.সোহেল মিয়া(২৫) ২.নূর আলম(২৩) কে ও

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বড় গোবিন্দপুর নামক স্হানে যাএীবাহী বাস তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রায়হানুর রহমান লিংকন (৩০) কে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ।

এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker