শিক্ষাঙ্গন

চান্দিনায় খেলাফত মজলিসের ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা

চান্দিনায় খেলাফত মজলিসের ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা

 

 

কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস এর আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রোববার (১৯ মে) বিকেলে অনুষ্ঠিত হয়।  কুমিল্লার চান্দিনা পশ্চিম বাজারস্থিত সংগঠনের দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা সাখাওয়াত হোসাইন।

 

প্রধান অতিথি বলেন- ‘আত্মশুদ্ধির মহান মাস রমজান। এই মাসে পবিত্র কোরআন শরীফ নাযিল হয়েছিল। এই কোরআনের বিধান সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়িত না হওয়ায় সর্বত্র অশান্তি বিরাজ করছে। সন্ত্রাস ও দুর্নীতি বাড়ছে। তাই সন্ত্রাস ও মাদক নির্মূলে কোরআনের বিধান কায়েম করুন।’

 

সভায় কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস এর সভাপতি মাওলানা ফখরুদ্দিন আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- খেলাফত মজলিস বৃহত্তর কুমিল্লা জোন এর সহকারী পরিচালক মাওলানা আবদুল হক আমিনী, কুমিল্লা মহানগর খেলাফত মজলিস সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল।

 

কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস সহ-সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ্ খান, মাওলানা ডা. আবু বকর সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তফা কামাল, নির্বাহী সদস্য মাওলানা সারওয়ার হোসেইন, ইসলামী আন্দোলন চান্দিনা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী, কুমিল্লা জেলা ইসলামী ছাত্র মজলিস সভাপতি মো. ওবায়েদুল্লাহ্ খান, খেলাফত মজলিস চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ছফিউল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ্, চান্দিনা পৌর খেলাফত মজলিস সভাপতি মাওলানা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা ডা. আবদুল ওয়াহাব শিবলী প্রমুখ।

 

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker