অপরাধআন্তর্জাতিকনারী ও শিশুফিচার

মাকে জ্যান্ত পুঁতে ফেলল সন্তান, ৩ দিন পর কবর থেকে জীবিত উদ্ধার

৭৮ বছর বয়সী বৃদ্ধা মা। চলাচল করতে পারে না। তাই সন্তানের কাছে বোঝা হয়ে যান বৃদ্ধ মা। সেজন্য মাকে জীবিত অবস্থাতেই মাটির নিচে পুঁতে রাখেন বৃদ্ধের ওই হতভাগা সন্তান। তবে তাতেও মারা যান ওই বৃদ্ধা। মাটিতে পুঁতে রাখার তিনদিন পর তাকে উদ্ধার করে পুলিশ।

এমন হৃদং বিদারক ও অদ্ভূত ঘটনা ঘটে। চীনের উত্তরাঞ্চলের প্রদেশ শাংসির জিংবিয়ান জেলায়। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ মে অক্ষম মাকে নিয়ে হঠাৎ উধাও হয়ে যায় ছেলে। স্বামী ফিরে এলেও তিনদিন ধরে শাশুড়িমা ফিরছেন না দেখে ৫ মে পুলিশের দারস্থ হন ওই ছেলের স্ত্রী। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে খুন করার উদ্দেশ্য ছেলে মাকে জ্যান্ত কবর দিয়েছে। দ্রুত কবরস্তানে গিয়ে মাটি খুঁড়ে সেই মাকে উদ্ধার করে তাজ্জব বনে যান উদ্ধারকারীরা। তিনদিন মাটির তলায় থেকেও প্রাণ হারাননি মা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker