জেলার খবর

বিজিবি- বিএসএফের দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই সহোদরের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর

পরশুরামের বিজিবি- বিএসএফের দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই সহোদরের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর
আবু ইউসুফ মিন্টু:-
পরশুরামের পৌর এলাকার গুথুমা গ্রামের ৮ নং ওয়ার্ডের খারিজকোনা এলাকার কালাধন সরকারে দুই ছেলে মো: করিম ও স্বপন নামের দুই ভাইয়ের লাশ বাংলাদেশ ভারত সিমানার হিয়াল্যা টিলা মাঠ সংলগ্ন একটি স্থান থেকে উদ্ধার করা হয়।

দুপুরে বিজিবি -বিএসএফের দ্বি পাক্ষিক বৈঠক শেষে ভারতীয় বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি পরশুরাম মডেল থানার পুলিশের কাছে দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করেছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker