জাতীয়

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পুষ্টিকর খাবার ও ফলমূল পাঠালেন ডিএমপি কমিশনার

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পুষ্টিকর খাবার ও ফলমূল পাঠালেন ডিএমপি কমিশনার

 

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য খাদ্যসামগ্রী ও পুষ্টিকর ফলমূল পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: শফিকুল ইসলাম বিপিএম (বার)।

 

বুধবার ডিএমপি কমিশনার করোনা আক্রান্তদের বাসায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও আইসোলেশনে থাকা পুলিশ সদস্যদের কাছে এই উপহার পাঠিয়েছেন।

 

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে কলা, মালটা, লেবু, পেয়ারা, তরমুজ ও  আনারস সহ বিভিন্ন মৌসুমি ফলমূল।

 

এছাড়াও ডিএমপির যেসব সদস্য  করোনার লক্ষন নিয়ে হোম কোয়ারেন্টিনে বা হোটেলে অবস্থান করছেন তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য দুধ, ডিম ও জিংক ট্যাবলেট সহ কয়েক পদের মৌসুমী ফল সরবরাহ করা হচ্ছে।

 

ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বিপিএম (বার) আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ রাখছেন এবং চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন।

 

এছাড়াও বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাগন তাঁদের অধীন আক্রান্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা নিয়ে পাশে আছেন।

 

সংবাদসূত্র : ডিএমপি নিউজ

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker