
কুমিল্লা চান্দিনার গর্ব,চান্দিনা উন্নয়নের কারিগর,গনমানুষের নেতা, সাবেক ডেফুটি স্পিকার জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়ের সুযোগ্য ত্বনয়, চান্দিনার আগামীর অভিবাবক,চান্দিনা উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি এবং এফবিসিসিআই এর সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মুনতাকিম আশরাফ টিটু চান্দিনার সম্মানিত জনগণের উদ্দ্যেশে বলেন, আমি দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক কর্মী হিসেবে, কভু নেতা হয়ে সামনে নয়, সদা ভাই হয়ে আপনাদের পাশে থাকতে চাই। চান্দিনা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের কর্মীদের নৈতিক-যৌক্তিক প্রয়োজনে, বিপদে-আপদে, দুঃসময়ে ছুটে যেতে চাই; ‘প্রটোকল’ এর নামে পিছনে ছোটাতে চাই না।
জনাব মুনতাকিম আশরাফ টিটু বলেন, ইনশাআল্লাহ আমি/আমরা/আপনারা সবাই মিলে চান্দিনা কে গড়তে চাই এবং চান্দিনা উপজেলা কে মাদক,সন্রাস,চাঁদাবাজি, সহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এখনও আছে সামনের দিনগুলোতে প্রতিয়মান থাকবে,তিনি চান্দিনার জনগণের কাছে দোয়া কামনা করেন।