চান্দিনাজাতীয়

চান্দিনার সর্বত্রই করোনা আতঙ্ক:নমুনা সংগ্রহে স্বাস্থ্য বিভাগের পৃথক ৩টি টিম গঠন

চান্দিনার সর্বত্রই করোনা আতঙ্ক:নমুনা সংগ্রহে স্বাস্থ্য বিভাগের পৃথক ৩টি টিম গঠন

মাসুমুর রহমান মাসুদ।।চান্দিনা উপজেলায় রবিবার (৩ মে) পর্যন্ত করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ৯ জন। আক্রান্তরা সবাই চান্দিনা পৌর এলাকায় বসবাস করেন। এদের মধ্যে মহারং মুন্সী বাড়ির শতবর্ষী মো. মতিন মুন্সী (১০০) গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৃত্যু বরণ করেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে শুক্রবার (১ মে) উপজেলা মাইজখার ইউনিয়নের কাশারীখোলা গ্রামের শীতল চন্দ্র রায় (৬০) এবং শনিবার (২ মে) একই ইউনিয়নের ভোমরকান্দি গ্রামের একজন কলেজ ছাত্রী (১৭) মৃত্যু বরণ করেন। ফলে আতঙ্ক বিরাজ করছে সর্বত্রই।

 

চান্দিনায় আক্রান্তদের মধ্যে একজন ডাক্তার, ২জন প্যাথলজি টেকনেশিয়ান, একজন উপজেলা প্রশাসনের চতুর্থ শ্রেণির কর্মচারী, একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য, একজন শতবর্ষী বৃদ্ধ যিনি প্রাক্তন মোয়াজ্জিন ও সাবেক ব্যাংক কর্মকর্তার স্ত্রী ও মুদি ব্যবসায়ী ছেলে এবং একজন প্রবাসী রয়েছেন।

 

এদিকে আক্রান্তের সংখ্যা ৯জন হওয়ায় তাদের কন্টাক্ট ট্রেসিং করতে রীতিমত হিমশিম খাচ্ছে চান্দিনা উপজেলা স্বাস্থ্য বিভাগ। আবার অনেকেই ভয়ে তথ্য গোপন করছেন। আক্রান্তদের সংস্পর্শে থেকেও তথ্য গোপন করে দেদার ঘুরে বেড়াচ্ছেন। এসব কারণে প্রতিদিনই করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে চান্দিনার মানুষ।

 

উপজেলা পরিষদ, ধানসিঁড়ি, খান বাড়ি, হারং এবং মহারং এর করোনা পজেটিভ কেইসগুলোর কন্টাক্ট ট্রেসিং করতে রোববার (৩ মে) উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের পৃথক ৩টি টিম গঠন করা হয়।

 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান জানান, রোববার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত আক্রান্তদের সংস্পর্শে আসাদের মধ্যে সর্বমোট ৩৮ টি নমুনা সংগ্রহ করা হয়।

 

জানা যায়, টিম তিনটির নেতৃত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান এবং উপজেলা করোনা ফোকাল মেডিকেল অফিসার ডা. শিমুল রঞ্জন দে। টিম সমূহে অংশগ্রহণ করেন স্বাস্থ্য কম্পপ্লেক্সের স্টোরকিপার লিটন সাহেব, ল্যাব টেকনিশিয়ান ফেরদৌসী, ইউনুস, জহির, নাজমুল এবং ইউসুফ।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক জানান, উপজেলা পরিষদ থেকে সর্বমোট ১৮ টি, ধানসিঁড়ি এবং খানবাড়ি থেকে ১০ টি, মহারং থেকে ৬ টি এবং হারং থেকে ৪ টি নমুনা সংগ্রহ করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker