জাতীয়

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল শুরু করেছে।গাজীপুরের জেলা প্রশাসক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, গাজীপুর শিল্পসমৃদ্ধ গুরুত্বপূর্ণ জেলা। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে এসে হাজার হাজার মানুষ চাকরিসূত্রে বসবাস করছে। সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিশ্ব ইজতেমা।তিনি জানান, নির্বাচন, ইজতেমা ও পোশাক শ্রমিক অসন্তোষসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখানে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। দুপুর থেকে তারা নগরীতে টহল শুরু করেছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker