ফিচার

আটার প্যাকেটে ১৫ হাজার টাকা করে ত্রাণ দিলেন আমির খান

Amir Khan News 2020

অভিনব পন্থায় অতি দরিদ্রদের মাঝে ত্রাণ পৌছে দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান।

আমির খান গাড়ি ভর্তি করে আটার প্যাকেট পাঠান পাশের বস্তিগুলোতে। ত্রাণ কর্মীরা সেখানে গিয়ে মাইকে ঘোষণা করেন যাদের যাদের আটার দরকার আছে তারা এসে আটা নিয়ে যেতে পারেন। কিন্তু প্রতিটি ব্যক্তিকে মাত্র এক কেজি আটা দেয়া হবে।যাদের ঘরে মোটামুটি খাবার ছিল তারা কেউই এলেন না মাত্র এক কেজি আটা আনার জন্য। কিন্তু যাদের কাছে সেই এক কেজি আটা ওই মুহূর্তে খুব জরুরি অর্থাৎ যারা সত্যিই খুব গরিব তারা এসে একটা করে আটার প্যাকেট নিয়ে যান।সকালে আটার প্যাকেট খুলতেই আটার সাথে বেরিয়ে আসে নগদ ১৫ হাজার টাকার একটি করে পেকেট। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ওই ত্রাণের ট্রাকটি আমির খান পাঠিয়েছিলেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker