চান্দিনা

চান্দিনার বড় কলাগাও গ্রামে বাঁশের বেড়ায় বন্দি ৪ পরিবার

চান্দিনার বড় কলাগাও গ্রামে বাঁশের বেড়ায় বন্দি ৪ পরিবার

 

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের বড় কলাগাও গ্রামে বাঁশ ও বরই গাছের ডালা দিয়ে বেড়া দিয়ে ৪টি পরিবারকে বন্দি করে রেখেছ প্রতিপক্ষ। এই ৪টি পরিবারের যাতায়াতের ৫টি পথ বন্ধ করে দেওয়ায় তারা জরুরী প্রয়োজনে এখন বাড়ি থেকে বের হতে পারছে না। এ অবস্থায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Close