কুমিল্লা সদরজেলার খবর
Bad news for comillaঃকরোনায় কুমিল্লায় আরো একজনের মৃত্যু

Bad news for comillaঃকরোনায় কুমিল্লায় আরো একজনের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার মেঘনার লুটেরচরের পঞ্চাশ বছর বয়স্ক মো: মকবুল মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় ছোট দোকানী মো: মকবুলকে রবিবার রাত সাড়ে ৯টায় মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে তাঁকে হাসপাতালের অ্যাম্বলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রবিবার দিবাগত রাতেই তিনি মারা যান। পরে তার নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষায় মঙ্গলবার তার করোনা পজেটিভ আসে। হাসপাতাল কর্তৃপক্ষ তার লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে দাফনের জন্য।
কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জালাল হোসেন এ তথ্য নিশ্চিত করে





