চান্দিনাজাতীয়তথ্য প্রযুক্তি
দুরত্ব বজায় রেখেই ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ করি চেয়ারম্যান মোঃ সেলিম প্রধান

কুমিল্লা চান্দিনার ৯ নং মাইজখার ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ জনসমাগম নিয়ে অনলাইন নিউজ সিএইচ নিউজ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চান্দিনার সময় এর প্রতিবেদন তা দৃষ্টিগোচর হওয়ায় ৯ নং মাইজখার ইউনিয়নের দুই দুই বারের সফল চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব শাহ্ সেলিম প্রধান তীব্র প্রতিবাদ জানান,

চেয়ারম্যান জনাব শাহ্ সেলিম প্রধান বলেন,মাইজখার ইউনিয়ন পরিষদে হতদরিদ্র ও নিম্ম আয়ের মানুষদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ পূর্বের ন্যায় আজ ও ত্রাণ কার্যক্রম চলছে,আমি ইউনিয়ন পরিষদে সময়মত এসে ত্রাণ কার্যক্রম পূর্বের ন্যায় শুরু করি আমি আসার আগে স্থানীয় জনগণ ত্রাণ নিতে পরিষদে আসে যেমনটি বাংলাদেশের প্রত্যেক ইউনিয়নে হয়,আপনারাই বলুন ত্রাণ বিতরণ কার্যক্রমের আগে জনগণ তো থাকবে এই নিয়ে প্রতিবেদন করার কি উদ্দেশ্য তা আমার জানা নেই,আমি ৯ নং মাইজখার ইউনিয়নের সম্মানিত জনগণের সেবক পূর্বের ন্যায় যেমনি ছিলাম এখনও এই মহামারী করোনা ভাইরাসের সময়েও মাইজখার ইউনিয়নের হতদরিদ্র ও নিম্ম আয়ের মানুষদের মাঝে সর্বদা আছি,

তিনি ৯ নং মাইজখার ইউনিয়নের সম্মানিত জনগণের উদ্দেশ্য বলেন, আমি আপনাদের ভালোবাসার ভিক্ষুক,আমি আপনাদের সেবক হয়ে দুঃখে সুখে প্রতিনিয়ত ছিলাম এবং সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ থাকব কোন অপশক্তি আমাকে আপনাদের থেকে আলাদা করতে পারবেনা,
জনাব শাহ্ সেলিম প্রধান সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা কোন প্রতিবেদন করার আগে অবশ্যই যাচাই-বাছাই করে প্রতিবেদন করবেন,মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোন প্রতিবেদন করবেননা।
জনাব শাহ্ সেলিম প্রধান ৯ নং মাইজখার ইউনিয়নের সম্মানিত জনগণ কে বিনীতভাবে আহবান করে বলেন সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আপনারা সবাই চলুন, কেহ অযথা বাহিরে ঘুরাঘুরি করবেন না কারণ বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাস রুগী সনাক্ত হচ্ছে তাই সবাই ঘরে থাকুন,আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন।





