চান্দিনাশিক্ষাঙ্গন

এক মূহুর্তের জন্যও বের না হয়ে লকডাউনে থাকুন,ওসি চান্দিনা থানা।

কপি, মোঃ ফয়সল 

অফিসার ইনচার্জ, চান্দিনা থানা পুলিশ।

প্রিয় চান্দিনাবাসী, আসসালামু আলাইকুম। 

এতদিন করোনা ভাইরাস প্রতিরোধে  ঘরে থাকার, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছিলাম। মাইকিং করেছি, এলাকায় এলাকায় প্রচার করেছি। কিনতু দুঃখজনক হলেও সত্যি কেহ খুব একটা পাত্তা দেননি। বাজারঘাটে, রাস্তার মোড়ে মোড়ে , চায়ের দোকানে আড্ডায় মেতেছিলেন, এখনও আছেন,  থাকেন।  বাংলাদেশ পুলিশের সদ্য দায়িত্বপ্রাপ্ত মাননীয় আই,জি,পি স্যার বলেছেন, ঘরে থাকবেন নাকি কবরে যাবেন সিদ্ধান্ত আপনার। আপনারা মনে হয় কবরে যাওয়ার সিদ্ধান্তই বেছে নিয়েছেন। সুযোগ সৃষ্টি হয়েছে কবরে যাবার তাই প্রস্তুতি নিন। আজ পর্যন্ত এতবারপুর ইউ,পি এলাকায় একজন, ধানসিঁড়ি এলাকায় দুজন, তন্মধ্যে একজন ডাক্তার, মহারং এ একজন মোট চারজন করোনা ভাইরাস এ আক্রান্ত সনাক্ত হয়েছেন। চান্দিনা বাজারে জননী মেডিকেল সেন্টার ও দত্ত ডায়াগনস্টিক সেন্টার লকডাউন করা হয়েছে। কেন লকডাউন হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঐ চারজন আক্রান্ত যাদের যাদের  সাথে মিশেছেন তাদের হোম কোয়ারান্টাইন এ রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া  চলছে। আবার অনেককে খোঁজেও পাওয়া যায়নি। অনেকেই আক্রান্ত  হয়েছেন রিপোর্ট  পাবেন। জননী মেডিকেল সেন্টার, দত্ত ডায়াগনস্টিক  এ দুটি প্রতিষ্ঠান চান্দিনা বাজারের মধ্যে ই। এখন কি করবেন, বেশী বেশী করে বাজার করেন, বাজারে ঘুরাঘুরি  করেন, রাস্তাঘাটে বেশী বেশী করে আড্ডা মারেন, বাহাদুরি করেন। টের পাবেন জ্বর, শুকনো কাঁশি, হাঁচি, গলাব্যাথা। এগুলো কিসের আলামত নিশ্চয়ই বুঝতে পারছেন। ঘরে না থেকে কবরে যাওয়ার যে সিদ্ধান্ত  নিয়েছিলেন তারই নমুনা। আর আপনি কিন্ত একা নন, পরিবারের লোকজনও আছেন। এখনও ফোন পাই, মারামারি হচ্ছে তাড়াতাড়ি  পুলিশ পাঠান। ভাই একটু ধৈর্য্য ধরেন। করোনা ভাইরাসকে একটু মারামারি করার সুযোগ দেন, আপনার চাওয়াটাও সফল হয়ে যাবে। আর কি মারামারি করার দরকার আছে?  নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন! করোনা ভাইরাস আপনার দরজায় কড়া নাড়ছে। দরজা বন্ধ রাখুন। শেষবারের মত অনুরোধ, বেঁচে থাকার জন্য শেষ চেষ্টাটুকু করুন। সাবধান ও সতর্ক হোন। এক মূহুর্তের জন্যও বের না হয়ে লকডাউনে থাকুন। আপনার চতুর্দিকে করোনা ভাইরাস বের হলেই আক্রান্ত হবেন। এবং কষ্ট পেয়ে মারা যাবেন। আপনার লাশ কেহ জানাযা দিতে আসবে না, কেহ কবরেও যাবে না। কাজেই আর নয় বাহাদুরি। ধন্যবাদ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker