শিক্ষাঙ্গন

কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি নির্বাচনে ডা. খলিলুর রহমান প্যানেলের নিরঙ্কুশ জয় লাভ

কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি নির্বাচনে ডা. খলিলুর রহমান প্যানেলের নিরঙ্কুশ জয় লাভ

 

।। মাসুমুর রহমান মাসুদ ।।

 

কুমিল্লার চান্দিনা উপজেলার কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচন – ২০২২ সোমবার (৩১অক্টোবর) অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সমাজ সেবক ও শিক্ষানুরাগী ডা. খলিলুর রহমান পলাশ প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করে।

 

নির্বাচনে অভিভাবক সদস্য পদে আলমগীর হোসেন ৯৭ ভোট পেয়ে, বরুণ সাহা ৯৩ ভোট পেয়ে, সাখাওয়াত হোসেন ৮৮ ভোট পেয়ে এবং পংকির আলম ৮৫ ভোট পেয়ে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া  তুলসী রানী সরকার ৯২ ভোট পেয়ে অভিভাবক সদস্য (সংরক্ষিত) পদে নির্বাচিত হয়েছেন।

 

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় ভোট কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরে প্রিজাইডিং অফিসার ওই ফলাফল ঘোষণা করেন।

 

জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর জানান, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা সবাই স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এর কর্মী।

Close