দাউদকান্দি

দাউদকান্দি যাওয়ার পথে ব্রীজ ভেঙ্গে খাদে পড়ে ঘটনাস্থলে মারা যায়১ জন।

কুমিল্লায় দাউদকান্দিতে ব্রীজ ভেঙ্গে মালবাহী ট্রাক খাদে পড়ে খোকন মিয়া (২৪) নামের এক ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত খোকন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার মোগারচর গ্রামের মোঃ আজমল মিয়ার ছেলে।

 

 

আজ সোমবার সকালে ট্রাক ভর্তি ইট নিয়ে দাউদকান্দি যাওয়ার পথে ব্রীজ ভেঙ্গে খাদে পড়ে ঘটনাস্থলে মারা যায়।বাড়ি সুনামগঞ্জ হলেও বর্তমানে দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামে বসবাস করতেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। দুর্টঘনা কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।  এদিকে ব্রীজটি ভেঙ্গে পড়ায় দুর্ভোগে পড়েছে এলাকার কয়েক হাজার মানুষ। দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

 

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

 

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker