চান্দিনা
কৈলাইন সাতকড়া বাড়ির বিদ্যুৎপৃষ্ট হয়ে সাকিবের মৃত্যুতে গভীর শোক

একটি শোক সংবাদঃ
চান্দিনা উপজেলাস্থ কৈলাইন সাতকড়া বাড়ি নিবাসী মুহাম্মদ জাকির হোসেনের ছেলে মুহাম্মদ সাকিব হোসাইন(১৪) গতকাল কৈলাইন পুরান বাস-স্টেশনে পূর্ব পাশে তাদের নিজ বাড়ির বিল্ডিং এ বৈদ্যুতিক কাজ করার সময়, বৈদ্যুতিক তার শরীলে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে- ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন- সে কুমিল্লা শাহপুর দরবার শরীফের একনিষ্ঠ ভক্ত ছিল এবং গত ফ্রেব্রুয়ারি মাসে দরবারের বাৎসরিক ওরছ মোবারকে যোগদান করেছিল!
শোকবার্তাঃ
মরহুম মুহাম্মদ সাকিব হোসাইন এর হঠাৎ ইন্তেকালে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চান্দিনার সময় পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি-





