শিক্ষাঙ্গন

“বাঙ্গালী_হও_বিশ্বমানের” :লেখক মেহেদী হাসান রনি

বাঙ্গালী_হও_বিশ্বমানের : মেহেদী হাসান রনি

ঘরবাড়ির পাশপাশি কোন জাতি বা সংস্কৃতিরও একটি মজবুত দীর্ঘস্থায়ী ভীত গড়ার অত্যন্ত প্রয়োজন । বাংলাভাষা বাঙ্গালী জাতির সাথে বহুকাল হতে তার অস্টেপিস্টে জড়িয়ে আছে ।

বাংলাভাষা চর্চার সূত্রপাত এমনই একটা সময় থেকে হয়ে আসছে যখন বাংলাভাষার স্বধীনতা বা অস্তিত্ব নিয়ে কেউ তেমন ভাবতেনও না ।

সময়ের কালক্রমে বাংলাভাষা বিশ্বে সংস্কৃতির মঞ্চে এক দীর্ঘস্থায়ী বীচ বপন করে । যার উদাহরণ বন্দেমাতরম , জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা , এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।

দুঃখের হলেও সত্যি ; একটা সময় এমন আসে বাংলাভাষা রাজনৈতিক প্রহারের স্বীকার হয় । বহু রক্তক্ষয়ী আন্দোলনের বিনিময়ে ছিনিয়ে আনা হয় ১৯৫২সালে বাংলাভাষাকে মাতৃভাষা রূপে । জন্ম হয় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জতিক মাতৃভাষা দিবসের ।

বাংলাভাষার আরও স্বরনীয় অস্তিত্ব ১৯৯৮সালের ইউনেস্কোর ভারতবর্ষের জাতীয় সংগীতকে সর্বশ্রেষ্ঠ  ঘোষণা , বিশ্বকবির নোবেল প্রাপ্তি এবং বাংলাদেশের ভাষা আন্দোলনের ২১শে ফেব্রুয়ারি । যা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মানে ভূষিত ।

এ সবই বাংলা ভাষার নিজস্ব অস্তিত্ব ও সম্পদ । অতএব এই ভাষা কখনো হারবার বা মুছে যাওয়ার নয় ।

বাংলাভাষার মজবুত দীর্ঘকালীন অস্তিত্ব যেমন সত্য , ঠিক তেমনি বাস্তব এই ভাষার কান্ডারী রূপে প্রত্যেকটি বাঙ্গালীর জাগ্রত মনোভাবকে সক্রিয় রাখার । একথা সত্য যে , বাংলার এত ইতিহাস , এত ব্যাপ্তি থাকা সত্যেও সারাবিশ্বে বাংলার প্রচলন অত্যন্ত কম বা নেই বললেও চলে ।

তাহলে আমরা কি বাংলাভাষাকে ভুলে যাব ? বাংলাভাষার চর্চা থেকে সরে আসব ? না ! এক্কেবারেই  নয় । বরংচ আরও বেশি বেশি বাংলার চর্চা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে হবে ।

অতীতের বিশ্লেষণ বলছে , এই বাংলাভাষার ওপরে বাংলা সংস্কৃতি , সাহিত্যচর্চা তথা বাংলা লেখনীর উচ্চ মর্যাদার অধিকাংশই অবাঙ্গালী দেশগুলো থেকেই প্রাপ্ত হয়েছে । যা কোন বাংলা প্রধান দেশ থেকে সম্ভব হয়নি ।

তাই বর্তমান , অতীত এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রত্যেক বাঙ্গালীর উচিৎ শুধু বাংলা নয় , বাংলার পাশপাশি বিশ্বচর্চিত সমস্ত ভাষাতে নিজেকে পারদর্শী করে তোলা এবং নিযুক্ত রাখা । তাতে বাংলার জাতি , বাংলার ভাষা এবং বাংলা প্রজন্মের চলমান অগ্রগতি অব্যাহত থাকবে । এখানে বাংলাভাষার সংকটের কোন প্রশ্নই ওঠেনা । বাংলাভাষা ছিল , আছে , আগামীতেও থাকবে ।

 

কলমেঃ মেহেদী হাসান রনি

পেশাঃ ছাত্র ও লেখক

দোল্লাই নোয়াবপুর, চান্দিনা, কুমিল্লা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker