
ছাত্রলীগ নেতা মহিউদ্দিনের অর্থায়নে কর্মহীন ১০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সৎ নিষ্ঠাবান যুব সমাজের জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব মোঃ মহিউদ্দীন-এর নিজস্ব অর্থায়নে কর্মহীন ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে এলাকায় ব্যাপক কার্যক্রম করে যাচ্ছেন যা এখনো চলমান রয়েছে।
সাবেক ছাত্রলীগ সভাপতি মহিউদ্দীন ইতিপূর্বেও এলাকায় হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন যদ্বারা তিনি সকলের নিকট প্রশংসিত। তিনি এলাকায় মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে এলাকার জনগণকে সাথে নিয়ে মানববন্ধন ও র্যালি করেন। তার এমন উদ্যোগে এলাকায় অনেকটা বাল্যবিবাহ, সন্ত্রাস, মাদক, দূর্নীতি সহ নানাবিধ অসামাজিক কার্যক্রম অনেকাংশে কমে গেছে।
জনাব মহিউদ্দীন বলেন, আমি ভালোবাসার ভিক্ষুক! সর্বদা মানুষের পাশে আছি এবং সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ থাকব। আমি যতদিন বাঁচব সততা ও নিষ্ঠার সাথে সকলকে সাথে নিয়ে বাঁচব। যুব সমাজকে সাথে নিয়ে সব অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আন্দোলন সংগ্রাম করে এলাকার জনগনকে একটি আদর্শ সমাজ উপহার দিতে চাই। সেই লক্ষ্য নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে যার ছোবল হতে প্রিয় চান্দিনাও রক্ষা পায়নি। আপনারা সবাই ঘরে অবস্থান করবেন ক্ষুদ্র প্রয়োজনে বাহিরে যাবেন না। মাস্ক ব্যবহার করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। নিয়মিত হাত মুখ সাবান দিয়ে ধৌত করবেন। এবং সরকারী দিকনির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করবেন। সর্বোপরি আল্লাহর কাছে প্রার্থনা অব্যাহত রেখে কৃত অপরাধের ক্ষমা চাইবেন। আল্লাহ আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন আমিন।





